শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন

প্রকাশ : 2025-04-23 18:24:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন করেছেন ‌। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ‌তিনি ‌ ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মোঃ ইনজামুল হক, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল স্থানীয় সরকার, ফরিদপুরের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন,জামায়াতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব শামসুল আলম আল বরাটি,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ,পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী মাওলানা দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াদ আলী, ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন  প্রমুখ ব্যক্তিবর্গ।