শাহবাগ ছাড়া ঢাকার কোথাও এবং মহাসড়কে ব্লকেড নয়: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ : 2025-05-10 10:32:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাহবাগ ছাড়া ঢাকার কোথাও এবং মহাসড়কে ব্লকেড নয়: হাসনাত আব্দুল্লাহ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভের পর গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সমাবেশ করে শাহবাগে যান তারা। আজও এ আন্দোলন চলমান রয়েছে। 

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানী ছাড়াও সারাদেশের জেলাগুলোতে মানুষ জমায়াতের ডাক দিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতারা। আর এই জমায়াতের কারণে দেশের কোনো হাইওয়ে ব্লকেড (বন্ধ) না হয় সেই আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। 

পোস্টে তিনি বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন হাসনাত আব্দুল্লাহ তিন দফা দাবি জানান। তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে- আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে, সব সংগঠনসহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয় দাবি জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।