শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

প্রকাশ : 2025-03-03 14:28:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু


রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হোটেলটি ছয়তলা ভবন হলেও আগুন লাগে দ্বিতীয় তলায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে চারটি মরদেহ পাওয়া যায় ছয়তলায়।

তিনি বলেন, ‘মরদেহ ছয়তলার বাথরুমের কাছে ও তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা দেওয়া ছিল, এ কারণে তারা বের হতে পারেননি।’

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কা/আ