শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোডে ইউসিবির এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন
প্রকাশ : 2024-05-28 17:43:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
[ঢাকা, ২৮ মে, ২০২৪] সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ রোড (স্মার্ট কমপ্লেক্স), মাতুয়াইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান মো. সিকান্দার-ই-আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (রিটেইল) বিভাগের প্রধান এস এম মইনুল হোসেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান বজলুল হাবিব ভূইয়া বিভাগীয় প্রধান, মাতুয়াইল ব্রাঞ্চের ম্যানেজার রেজাউল কিবরিয়াসহ ইউসিবির নিকটবর্তী শাখা প্রধানগণ। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এ শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, স্কুল ফি জমা, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।