‘শান্তির জন্য পরিবর্তন’ স্লোগানে ২৪ দফা ইশতেহার ঘোষণা জাতীয় পার্টির

প্রকাশ : 2023-12-21 14:05:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘শান্তির জন্য পরিবর্তন’ স্লোগানে ২৪ দফা ইশতেহার ঘোষণা জাতীয় পার্টির

 ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে দুর্নীতি বন্ধের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি ইশতেহার প্রাধান্য দেওয়া হয়েছে।

অন্যদিকে উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে চায় দলটি। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্ব থাকছে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ নির্মাণের রূপরেখা দেওয়া হচ্ছে এবারের ইশতেহারে।

নানা নাটকীয়তার পর গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১৬টি আসনে আওয়ামী লীগের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়ে আসা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।