শান্তির অন্বেষণে

প্রকাশ : 2022-12-21 12:08:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শান্তির অন্বেষণে

নিতাই চন্দ্র দাস
-------------------

এস হে সুহৃদ সখি হাতে হাত রাখি
      চল যাই দিগন্ত পানে।
যেখানে কোলাহল নাই শান্তি বিরাজে সদাই
    মনের কথাটি প্রকাশিব সঙ্গোপনে।।

মনের ব্যাকুল কথা বলিতে পারিনা যথাতথা
        হৃদয় মাঝে গুমরে মরে।
কে শুনে কার বচন সবাই ব্যস্ত এখন
    ফুরসত নাই কিছু শুনিবারে।।

যে যার মত চলে কাউকে কিছু নাহি বলে
    চলিছে নিশিদিন অসীমের সন্ধানে।
কোথায় থামিবে আশ সীমাহীন অতৃপ্ত অভিলাষ
        সে ও তাহা নাহি জানে।।

যাকে আপন ভাবি অন্তরে আঁকি ছবি
       সে হয়না মনের মতন।
অলীক কল্পনা সবি ঊষায় উদিত রবি
    যাকে করেছি নিরবে যতন।।

একে অপরের প্রীতি ধূলায় লুটিছে সম্প্রতি
      স্নেহ মমতা কাঁদে অগোচরে।
কঠিন পাষাণ হৃদয় আজি বড় নির্দয়
   কারো বিলাপে অশ্রু নাহি ঝরে।।

আমার চকিত পরান আজি বিবশ ম্রিয়মান
        রোদন করিছে অনিবার।
ছুটিছে শান্তির খোঁজে সমস্ত বাসনা ত্যাজে
        চঞ্চল হৃদয় দুর্নিবার।।