শহীদদের স্মরণে ‘স্মরণসভা’ করবে সরকার : অর্থ উপদেষ্টা
প্রকাশ : 2024-09-10 16:27:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কোটা সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এক্ষেত্রে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রকে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ভেন্যু হিসেবে বাছাইয়ের পাশাপাশি এই আয়োজনকে ঘিরে ৫ কোটি টাকা খরচও ধরা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন মো. নাহিদ ইসলাম।
সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরাও থাকবেন।
তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা। তবে স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।
এর আগে, ৯ সেপ্টেম্বর (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে।
সা/ই