শরৎরূপী প্রেমিক আমি  -বিচিত্র কুমার 

প্রকাশ : 2023-08-23 11:21:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শরৎরূপী প্রেমিক আমি  -বিচিত্র কুমার 

শরৎরূপী প্রেমিক আমি 
 -বিচিত্র কুমার 
 
কোন এক শরতের পড়ন্ত বিকেলবেলা:
তোমার সাথে আমার প্রথম কথা;
রাশিরাশি কাশফুল উতলা হাওয়ায় দোল খাচ্ছিল,
একটা নতুন সম্পর্কের আনন্দে:
এদিকে ডুবু করে ডুবছিলো বেলা।

কচি সবুজ ধান গাছের বুকে কত না স্বপ্ন ছিলো 
দুজনে হারিয়ে যাবে স্বপ্নের নকশীকাঁথার মাঠে;
মনের ভিতরে জমে থাকা কথাগুলো উড়াল দিতে থাকে 
কিন্তু ঋতুর রানী তার কোন কথা বুঝতেই চায় না,
এত সুন্দর ধান শালিকের মাঠে ঘাটে। 

হঠাৎ তার চোখে মুখের দিকে তাকিয়ে দেখি;
তার মনের ভিতর কোন ফিলিংস নেই,
ফুটন্ত শিউলি ফুলেও কোন সুবাস নেই,
দুচোখের গভীরে কোন অশ্রু নেই। 
সে মাথা নিচু করে একাএকা চলে গেলো
রূপের আগুন জ্বালিয়ে; 
তবু আমি ও পিছু ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত-
শরৎরূপী প্রেমিকের বেশে।