শরীর ভালো না ওমর সানীর, মিস করছেন মৌসুমীকে
প্রকাশ : 2022-03-23 11:31:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না চিত্রনায়ক ওমর সানীর। সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন তিনি।মঙ্গলবার (২২ মার্চ) রাত থেকে তার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে।
করোনার উপসর্গ হওয়ায় বুধবার (২৩ মার্চ) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টেস্ট করাতে গিয়েছেন তিনি। সেখান থেকেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেতা।
ওমর সানী বলেন, ‘আমি ওমিক্রনে আক্রান্ত হলাম কিনা বুঝতে পারছি না। বেশকিছু টেস্ট করাচ্ছি। আজকেই রিপোর্ট হাতে পাবো, তারপর চিকিৎসক পরামর্শ দেবেন কী করতে হবে। ’
অসুস্থতার কারণে বুধবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না বলে মন খারাপ ওমর সানীর। একইসঙ্গে তিনি স্ত্রী মৌসুমীকে খুব মিস করছেন বলেও জানান। চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
ওমর সানী বলেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যেতে পারলাম না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন। ’