শনিবার ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করবে আ.লীগ
প্রকাশ : 2023-09-07 14:14:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীতে 'শান্তি ও উন্নয়নের সমাবেশ' করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে এই কর্মসূচি পালন করা হবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর ঘণ্টা দুয়েক পর একই দিন সমাবেশ করার কথা জানায় আওয়ামী লীগ।