লৌহজং এ শহীদ বুদ্বিজীবি দিবস পালন

প্রকাশ : 2023-12-14 15:47:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজং এ শহীদ  বুদ্বিজীবি দিবস পালন

শহীদ বুদ্বিজীবি দিবস উপলক্ষে লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় শহীদ বুদ্বিজীবি স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক আলোচনা সভার অয়োজন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইলিয়াস শিকদার, লৌহজং থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, বীর মুক্তিযোদ্বা মাহাবুব উল আলম বাহার, মো. মহি উদ্দিন বাবুল মুন্সি, মো. কামাল হোসেন প্রমুখ । 

সন্ধ্যায় শহীদদের স্মরনে লৌহজং মুক্তিযোদ্বা সংসদ ভবনে মোম বাতি প্রজ্জলন করা হয়।

 

সান