লৌহজং উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষনা প্রধানমন্ত্রীর
প্রকাশ : 2023-11-14 18:09:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৫ম ধাপে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
লৌহজং উপজেলার ২৩০ জন ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি বরাদ্ধ দেয়া হয় । এর মধ্যে মোট ২২১ টি পরিবারকে এই ভূমি ও গৃহ বিতরন করা হয়।
মঙ্গলবার সকালে লৌহজং উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৫ম ধাপে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয় । এদিকে বাকি ৯টি ঘরের কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইলিয়াছ শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোয়াবে বীন আজাদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, কলমা ইউপি চেয়ারম্যান মো. শেখ আব্দুল মোতালেব, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সার্বেয়ার মো. সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুর রহিম প্রমুখ ।
ই