লৌহজংয়ে সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে পিঠা উৎসব
প্রকাশ : 2024-12-21 13:13:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান ব্যক্তিগত আয়োজনে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে পিঠা উৎসব করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেস ক্লাব ভবনে এ উৎসব করা হয়। পিঠা উৎসবে লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, সহসভাপতি তাজুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহসম্পাদক ফৌজি হাসান খান রিকু, গ্রামনগর বার্তা সম্পাদক কাজী আরিফ, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) জেলা শাখার সাধারণ
সম্পাদক আশরাফ হোসেন খান আশু, বিক্রমপুর প্রেস ক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন টিপু, শহীদ সুরুজ, সোহেল রানা, শেখ রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।