লৌহজংয়ে শ্রমিক সঙ্কটের সময় কৃষকের ধান কেটে দেওয়ায় ছয় যুবককে সম্মাননা প্রদান
প্রকাশ : 2022-06-03 19:57:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লৌহজংয়ে শ্রমিক সংকটের সময় আওয়ামীলীগের উদ্যোগে কৃষকের ধাান কেটে দেয়ার জন্য ৬ যুবককে সম্মাননা প্রধান করেন আওয়ামীলীগ। শুক্রবার সকাল ১১ টায় হলদিয়া বাজারে অবস্থিত দলের ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম খান।
প্রধান অতিথি হিসেবে ছয় যুবকের হাতে সম্মাননা হিসেবে বেক্সি ফেব্রিক্সের পণ্য তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নান্নু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএম শোয়েব সিআইপি।
সম্মাননা পাওয়া ৬ যুবক হলেন খোরশেদ আলম, ফরিদ দেওয়ান, উজ্জ্বল ফকির, মাজহারুল ইসলাম সাগর, দুলাল হোসেন ও রুবেল মাদবর। তাঁদের নেতৃত্বে শতাধিক যুবক গত ২৩ মে থেকে ২৮ মে ৬ দিন হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া ও কারপাশা গ্রামের ১৫ জন কৃষকের ১০ একর জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেন।
উপকারভোগী মান্নান দেওয়ান, শান্তি ঘোষ, মিজান সরদার, কামাল সরদার, আবুল কালামসহ বেশ কয়েকজন কৃষক জানান, এ বছর বোরো মৌসুমে ধান কাটার শ্রমিকের তীব্র সংকট দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েন। শ্রমিকের অভাবে অনেক কৃষকের ধান খেতেই পড়েছিল।
তাছাড়া তিন বেলা খাইয়ে শ্রমিকদের প্রতিদিন ১৪শ’ টাকা মজুরি দেওয়া গরীব কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ে। ঠিক এ সময় বিএম শোয়েবের নির্দেশনায় ছয় যুবক তাদের শতাধিক বন্ধুকে নিয়ে ১৫ জন কৃষকের ধান কেটে দেওয়ায় কৃষকেরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।