লৌহজংয়ে লোকালয়ে কুমির, আতঙ্কে এলাকাবাসী
প্রকাশ : 2025-10-27 10:37:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে লোকালয়ে কুমির দেখা গেছে। নদী থেকে রাতের আঁধারে পদ্মা তীরবর্তী লোকালয়ে কুমির উঠে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। নদী তীরবর্তী শামুরবাড়ি গ্রামের বাসিন্দাদের দাবি, পুকুর পাড়ে একটি কুমির দেখেছেন তারা। এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন ওই এলাকার মানুষ৷ এদিকে কুমির দেখতে পুকুর পারে ভিড় করছে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মানুষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, কুমিরটি প্রায় ৬-৭ ফুটের মতো লম্বা৷ স্থানীয় মো. টগর খান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পথচারী মো. রানা ওরফে মধু এই পথ দিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে এক গৃহস্থের গোয়াল ঘরের নিকটে কুমির দেখতে পান। তিনি আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে ডেকে তোলেন। এরপর স্থানীয় বাসিন্দারাও কুমিরটি দেখতে পান৷ টর্চ লাইটের আলোতে ছবি তুলতে গেলে কুমির পাশের কচুরিপানা ভর্তি পুকুরে চলে যায়৷ শনিবার রাত সাড়ে ৩টার দিকে কুমির পুকুর থেকে লোকালয়ে উঠে এলে স্থানীয় এক ব্যক্তি অল্প সময়ের জন্য মোবাইলে ভিডিও ধারণ করতে সক্ষম হন। আবার মুহূর্তেই কুমির পুকুরে চলে যায়।
স্থানীয় মৃত রুহুল আমিন খানের স্ত্রী সেলিনা বেগম জানান, রাতে ডাক চিৎকার শুনে এসে পুকুর পাড় গোয়াল ঘরের পাশে কুমিরটি দেখতে পাই। ছবি তুলতে গেলে কুমির পুকুরে চলে যায়৷ এলাকাবাসী কুমিরটি উদ্ধার করে নিরাপদে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ঢাকা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন৷ জনসাধারণ যেন এই প্রাণীকে কোনো ধরনের আঘাত না করে সেদিকে সচেতন থাকতে হবে৷
কা/আ