লৌহজংয়ে মালবাহী ট্রাকসহ ব্রীজ ভেঙে খালে
প্রকাশ : 2022-03-19 18:57:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাছের গুড়ি বহনকারী ট্রাকসহ একটি বেইলি ব্রীজ খালের পানিতে ভেঙে পড়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঘোলতলী এলাকার মুন্সীগঞ্জ-টঙ্গীবাড়ি-মাওয়া সড়কে ঘোলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জেলার প্রধান এ সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আমরা কেউ বাড়িতে, কেউ মসজিদে শবে বরাতের নামাজ পড়ছিলাম। সোয়া ১২ টার দিকে হঠাৎ কিছু ভেঙে পড়ার বিকট শব্দ শুনতে পাই। ঘোলতলী বাজারের কাছে আসতেই দেখা যায়, গাছের গুড়িবোঝাই বড় একটি ট্রাক ব্রীজ সহ খালের পানিতে ভেঙে পড়েছে। ট্রাকটি গাছের গুড়ি নিয়ে বালিগাঁও থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। তাৎক্ষণিক গাড়ির চালক ও তার সহকারীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটি মধ্যখান থেকে ভেঙে পানিতে পড়ে আছে। ডুবে আছে গাছের গুড়িবাহী ট্রাকটি। সড়কের দুই পাশ থেকে আসা যাত্রী ও চালকরা সড়ক বিচ্ছিন্ন থাকায় ফিরে যাচ্ছেন।
ঘোলতলী গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম জানান, সেতুটি এমনিতেই সরু ও লক্কর-ঝক্কর মার্কা ছিল। সেতুতে একটি গাড়ি উঠলে সেতুর অপর প্রান্তে অন্য গাড়িকে অপেক্ষা করতে হতো। ব্রীজ এ গাড়ি উঠলেই ব্রীজটি কাঁপতে থাকতো। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত ব্রীজটি ভেঙে পড়ল।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, বেইলি সেতু ভেঙে পড়ার খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যাই। হতাহত কেউ ছিল না। মূলত জরাজীর্ণ ও গাড়িতে অতিরিক্ত ওজন বহন করার কারণেই ব্রীজটি ভেঙে পড়েছে।
স্থানীয়রা আরও জানান, মুন্সীগঞ্জ-টঙ্গীবাড়ি-লৌহজং উপজেলার মানুষের জন্য প্রধান গুরুত্বপূর্ণ সড়ক এটি। তিন উপজেলার মানুষ ছাড়াও মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে বসবাসকারী দেশের দক্ষিণ-পশ্চিমা লের যাত্রীরা এ পথে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট হয়ে যাতায়াত করে থাকে। এ পথ দিয়ে প্রতিদিন জেলার তিনটি উপজেলার অর্ধলক্ষ মানুষ যাতায়াত করে। এখানে পুনরায় বেইলি ব্রীজ টি স্থাপন করা হলে আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই মানুষের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুত এখানে পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন।
টঙ্গিবাড়ী- মাওয়া পথের অটোরিকশা চালক হারুনুর রশীদ জানান, আজকে গাছের গুড়ি নিয়ে ঘোলতলীর সেতুটি ভেঙে পড়লো। এ সড়কটিতে মুন্সীগঞ্জ, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় মোট ৯টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আছে। এ সেতুগুলো গুরুত্বপূর্ণ সড়ক থেকে দ্রুত অপসারণ করা দরকার। নয়তো বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল আউয়াল বলেন, ট্রাকটি বালিগাঁও থেকে লৌহজংয়ের দিকে যাচ্ছিল। ট্রাকের চালক ও সহকারী হাসাতাল থেকে পালিয়েছে। অতিরিক্ত ওজনের কারণে ব্রীজ ভেঙেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কংক্রিটের ব্রীজের জন্য দরপত্র আহ্বান করা হবে।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, ট্রাক উদ্ধার এবং বেইলি সেতু পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট লোকজনকে খবর দেওয়া হয়েছে।সড়কপথে যোগাযোগ চালুর জন্য অস্থায়ীভাবে আবারও এখানে এই বেইলি ব্রীজটি স্থাপন করা হবে। তবে খুব শিগগিরই বেইলি ব্রীজ অপসারণ করে সেখানে কংক্রিটের ব্রীজ নির্মাণ করা হবে।