লৌহজংয়ে মহিলা আওয়ামী লীগের নারী সমাবেশ
প্রকাশ : 2023-10-03 19:00:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে নারী সমাবেশ হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।
লৌহজং উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামীমা খানম আভার সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিদা আক্তার ও সদস্য আয়েশা হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।
এ ছাড়া সমাবেশে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান, সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিল্পী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক, শেখ শাহীন, খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়সাল শিকদার, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেজগাও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ মোল্লা, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল আলম নিরব প্রমুখ।
তাছড়া এই নারী সমাবেশে লৌহজং ও টঙ্গীবাড়ির মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ মহিলাগন উপস্থিত ছিলেন।