লৌহজংয়ে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশ : 2021-12-16 13:57:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিজয়ের ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে রাত ১২ এক মিনিটে লৌহজং উপজেলা শহীদ ভেদিতে পুস্পঅর্পন করেন উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, উপজেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিক্রমপুর প্রেসক্লাব। সকাল সাড়ে ৮ টায় কোচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসার, বিএনসিসি, কাবদল, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ ওসমান গনি তালুকদার ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. কাউসার হামিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদি হাসান, বি.এম. শোয়েব, মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মো. ফারুক ইকবাল মৃধা. মো. আলমঙ্গীর কবির খান, মো. শাহজাহান খান সাজু প্রমুখ।