লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্বোধন

প্রকাশ : 2025-05-09 20:07:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্বোধন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয় শুক্রবার বিকেলে উপজেলার কলমা লক্ষীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে। খেলার উদ্বোধন করন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলাপ বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতি মন্ত্রী মিজানুর রহমান সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান চাকলাদার অপু। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আমির হোসেন দোলন, সিরাজদিখান উপজেলা  বিএনপির আহবায়ক ধীরেন কুদ্দুস, শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক মমিন আলী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কলমা ইউনিয়ন ০-১ গোলে হারায় কনকসার ইউনিয়নকে।