লৌহজংয়ে ব্র্যাকের বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
প্রকাশ : 2024-02-08 17:31:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাকের মাইগ্রেন প্রোগ্রাম শাখা এর আয়োজন করে।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় কর্মশালায় বিদেশ-ফেরত ও ক্ষতিগ্রস্তদের পুনরেকত্রীকরণ বিষয় উপস্থাপন করেন জেলা ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন আদনান হক সৈকত।
তিনি জানান, প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তরা ব্র্যাকের সহযোগিতা, পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে ঘুরে দাঁড়াতে পারে। উপজেলা ব্র্যাকের মাঠ পরিদর্শক নুরুন্নাহার আক্তারের সঞ্চালনায় কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু বক্তব্য রাখেন।
এ সময় ইউপি সদস্যবৃন্দসহ নানা শ্রেণির মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সা/ই