লৌহজংয়ে ব্র্যাক এর উদ্যোগে 'বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক কর্মশালা 

প্রকাশ : 2023-03-29 11:23:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ব্র্যাক এর উদ্যোগে 'বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক কর্মশালা 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে  'বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ'  শীর্ষক কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল। এতে স্বাগত বক্তব্য দেন ও সঞ্চালনা করেন ব্র্যাক এর জেলা কো-অর্ডিনেটর মো. আল-আমিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইগ্রেশন প্রোগ্রামের সহকারী ব্যবস্থাপক অ্যালিস অ্যান্থনি গোমেজ। 

উন্মুক্ত আলোচনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, প্রবাসী ফোরাম লৌহজং শাখার সভাপতি বাতেন বাবুল, বিদেশ ফেরত প্রবাসী মো. কাঞ্চন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও মসজিদের ইমাম প্রতিনিধিরা অংগ্রহণ করেন। 

উপজেলার ছয়টি ইউনিয়নের বিদেশ-ফেরত প্রবাসীদের কাউন্সেলিং, আর্থিকভাবে সহায়তা প্রদানসহ নানাভাবে সহযোগিতা করাই কর্মশালার উদ্দেশ্য বলে জানান ব্র্যাক এর জেলা কো-অর্ডিনেটর মো. আল-আমিন।