লৌহজংয়ে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
প্রকাশ : 2022-11-27 18:54:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল এ আয়োজনের উদ্বোধন করেন। উপজেলা একাডেমিক সুপার সোহেল হায়দার খান জানান, উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেয়। এদিন বিকেলে সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।