লৌহজংয়ে বিএনপি নেতা শাহজাহান খান স্মরণে সভা
প্রকাশ : 2025-09-13 15:24:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকালে বেজগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মসজিদ মাঠে আলহাজ্ব শাহজাহান খান স্মৃতি সংসদ এর আয়োজন করে। আলহাজ্ব শাহজাহান খান স্মৃতি সংসদের সদস্য মো. মিঠুর রহমান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. মাহবুব আলম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব ওমর ফারুক অবাক। সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবু তাহের মৃধার সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত শাহজাহান খানের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন উপজেলা শাহজাহান খানের বড়োভাই নূর মোহাম্মদ খান, স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব লাভলু হাওলাদার, যুগ্ম সদস্য সচিব আতাউর রহমান খান, নজরুল ইসলাম, রিয়াজুল হক লিজন, টিপু সুলতান, বেজগাঁও গ্রামের বাসিন্দা জসিম বেপারী, বাদশা খান, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা রাজনৈতিক জীবনের বাইরে সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও শিক্ষাবিস্তারে শাহজাহান খানের অবদানের কথা তুলে ধরে জানান, তাঁর সার্বক্ষণিক চিন্তাই ছিল মানুষের কল্যাণ কামনা। স্মরণ সভা শেষে শাহজাহান খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।