লৌহজংয়ে বাতিঘরের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ : 2022-03-31 20:35:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গত ১৫-ই মার্চ রাতে বাতিঘরের পরীক্ষামূলক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় আসন্ন রমজান মাস উপলক্ষে ৫০-টি পরিবারকে ইফতার সামগ্রী প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সে সিদ্ধান্ত অনুযায়ী ১১-টি সামগ্রীর একটি প্যাকেজ তৈরি করা হয় অসহায় মানুষদের প্রদান করার জন্য। ৩০ শে মার্চ রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে যে তারা অসহায় ব্যক্তিদের সেই সামগ্রীর প্রদান করেন।
বাতিঘর, পরীক্ষামূলক কমিটির মহাসচিব সাজ্জাদ হোসেন শিপু, বলেন যে, বাতিঘর এর প্রতিটি সদস্যের সক্রিয়তার কারণে আমরা এই মহান উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সকলের কাছে আমরা দোয়া কামনা করছি, যাতে বাতিঘর সংগঠন একটি ভালো পর্যায়ে যেতে পারে।