লৌহজংয়ে প্রবীণদের মাঝে রিকের কম্বল বিতরণ

প্রকাশ : 2025-12-08 17:14:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে প্রবীণদের মাঝে রিকের কম্বল বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন অসহায়-দুস্থ প্রবীণের মাঝে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রিকের উপজেলার হলদিয়া শাখা কার্লালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিকের অডিট কর্মকর্তা মোহাম্মদ তিতাস। এ সময় উপস্থিত ছিলেন রিকের মুন্সীগঞ্জ জোনাল কর্মকর্তা মোহাম্মদ তিতাস, এরিয়া ম্যানেজার হারুন অর রশিদ, শাখা ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচি কর্মকর্তা জয় সরকার, উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি নূর মোহাম্মদ শিকদার ও সাধারণ সম্পাদক আজাহার ইসলাম। সকলেই রিকের এই উদ্যোগকে একটি ইতিবাচক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে প্রশংসা করেন এবং এই কার্যক্রমকে উদাহরণ হিসেবে বিবেচনা করে অন্যান্যদেরকে এ ধরনের উদ্যোগ নিয়ে দরিদ্র প্রবীণদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।