লৌহজংয়ে ‘দরবেশ আলী খান জামে মসজিদ’ এর শুভ উদ্বোধন 

প্রকাশ : 2024-12-21 11:32:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে ‘দরবেশ আলী খান জামে মসজিদ’ এর শুভ উদ্বোধন 

গতকাল (শুক্রবার) লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ আলী খানের নাম করণে জুম্মার নামাজ ও দোয়া মাহফিলের  মাধ্যমে  মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটির জমিদাতা দরবেশ আলী খানের স্ত্রী। দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নানের তত্ত্বাবধানে মসজিদের ভবনটি নির্মিত হয়। 

জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মূফতি এনায়েত উল্লাহ ( খতিব, আল-মসজিদুসসালাম, কমলাপুর, ঢাকা।)

মসজিদ উদ্বোধনের সময় জুম্মার নামাজ ও দোয়া মাহফিলে প্রায় সাত-আট শত  মুসল্লি অংশ গ্রহণ করেন।