লৌহজংয়ে তাতীলীগের উদ্যোগে দুস্থ্যদের মাঝে চাউল বিতরণ

প্রকাশ : 2022-02-10 19:18:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে তাতীলীগের উদ্যোগে দুস্থ্যদের মাঝে চাউল বিতরণ

লৌহজং উপজেলা তাতী লীগের উদ্যোগে ও আলহাজ্জ নান্নু ফাউন্ডেশনের আয়োজনে ১৫৫টি পরিবারের মধ্যে ২ কেজির এক বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই চাউল বিতরণ করা হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। তাতী লীগের সভাপতি মো. বাবুল শেখের সভাপতিত্বে চাউল বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ নান্নু ফাউন্ডেশনের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বি.এম শোয়েব সিআইপি, আওয়মীলীগ নেতা মো. জাকির হোসেন বেপারী, মো. মনির হোসেন মোড়ল, তাতী লীগের সাধারন সম্পাদক মো. আজিম বেপারী, মো. মিজানুর রহমান মোল্লা, মো. রতন, মো. সবুর হোসেন সফু প্রমুখ।