লৌহজংয়ে জাতীয় পার্টির গণসংযোগ

প্রকাশ : 2026-01-27 14:21:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে জাতীয় পার্টির গণসংযোগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ি) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মো. নোমান মিয়া নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজিরপাগলা বাজার থেকে শুরু করে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের নিয়ে  ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ‘লাঙল’ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় নোমান মিয়া সাংবাদিকদের বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবেন। প্রচারণাকালে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। প্রচারণায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি মো. শাহজামাল কালু, সাধারণ সম্পাদক মহিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, মেদিনী মণ্ডল ইউনিয়ন সভাপতি রায়হান আহমেদ রাজা, ইব্রাহিম ঢালী, শেখ লাল মিয়া, ফারুখ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।