লৌহজংয়ে কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসুচী 

প্রকাশ : 2022-02-26 20:56:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসুচী 

একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসুচী  অনুযায়ী শনিবার লৌহজং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ, নিকটস্থ্য  স্বাস্থ্যকেন্দ্র ও সদর হাসপাতালে মানুষের ঢল নেমেছে কোভিড ভ্যাকসিন দেয়ার জন্য। সকাল ৮ টা বাজার আগে থেকেই লৌহজং সদর হাসপাতালে ভ্যাকসিন দেয়ার জন্য দীর্ঘ লাইন দিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়  ১২ বছর বয়সের  কিশোর সহ সব মানুষের  দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভ্যাকসিন দেয়া মানুষের লাইন বাড়তে থাকে  এক পর্যায়ে হাসপাতাল এলাকা জনস্্েরাতে পরিনত হয়। হাসপাতালের অলি-গলি  ছাড়িয়ে দীর্ঘ এক কিলেমিটার পর্যন্ত ভ্যাকসিন নিতে জনতার লাইন লক্ষ্য করা গেছে। ভ্যাকসিন নিতে আসা জনতাকে সামাল দিতে রিতীমত প্রশাসনকে হিমসিম খেতে হয়। 

উপজেলা স্তাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালেহীন বলেন, সকাল বেলা থেকে ভ্যাকসিন নিতে আসা মানুষের ঢল নামে হাসপাতালে এবং  বেলা বাড়ার সাথে সাথে হাসপাতাল এলাকা জনস্রোতে পরিনত হয়। তিনি জানান, এই জনস্রোত সামাল দিতে উপজেলা ১০ টি ইউনিয়নে ভ্যাকসিন দেয়ার ৩০টি  বুথ, লৌহজং পাইলট স্কুলে ৪টি বুথ ও সদর হাসপাতালে  মোট ৮টি বুথ চালু রাখা হয়েছে এই ব্যাকসিন দেয়ার জন্য।  উপজেলা সব গুলো ইউনিয়নে ভ্যকসিন দেয়ার কার্যক্রম চালু থাকলেও সদর হাসপাতালে  মানুষের ঢল নামে ভ্যাকসিন দেয়ার জন্য। 

 ভ্রাকসিন নিতে আসা এমন  দু’একজনের সাথে আলাপ কালে তারা জানান, আজকের পর আর ভ্যাকসিন দেয়া হবে না এমন সংবাদের ভিত্তিতে সব কেন্দ্র গুলোতে মানুষের ঢল নানে। এই রিপোট লিখা পর্যন্ত বিকেলেও সদর হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে মানুষের ঢল লক্ষ্য করা গেছে।