লৌহজংয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বি.এম শোয়েবের বিশাল সোডাউন
প্রকাশ : 2024-03-29 22:09:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ সহ বিশাল সোডাউন করেছেন এফবিসিসিআইয়ের পরিচালক ও আলহাজ্জ নান্নু গ্রুপের চেয়ারম্যান বি.এম শোয়েব সিআইপি । তিনি শুক্রবার সকাল সাড়ে ১০টায় লৌহজংয়ের হলদিয়া বাজার থেকে এই গণসংযোগ ও সোডাউন শুরু করেন । তার গাড়ী বহরে প্রায় শতাধিক মোটর সাইকেল, অর্থ শতাধিক মাইক্রো বাস ও প্রাইভেট কার সহ শতাধিক বিভিন্ন রকমের যানবাহন লক্ষ্য করা গেছে । এ সময় তিনি কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়ার মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন । এরপর মাওয়া চৌরাস্তা হয়ে উপজেলা বৌলতলী ইউনিয়নের পয়সা রফিকিয়া দাখিল মাদরাসা মসজিদে গিয়ে শেষ হয় ।
এ সময় তার সঙ্গে ছিলেন, অনলাইন পোটাল গ্রামনগর বার্তার সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান খান সাজু, কুমারভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতি মিয়া, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র, মো. জাহাঙ্গীর আলম, বি.এম শামীম ও ইকবাল হোসেন বেপারী প্রমুখ ।