লৌহজংয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : 2022-04-30 22:14:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে দুস্থ্য অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে শনিবার লৌহজং ইসলামী যুব আন্দোলন কার্যালয় ঘোড়াদৌড় বাজার ইসলাম ম্যানশন থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার ছাএ -যুব বিষয়ক সম্পাদক কে.এম বিল্লাল হোসেন। ইসলামী যুব আন্দোলনের লৌহজং উপজেলার সভাপতি মো. আবু তৈয়ব মোল্লা অভিকের সভাপতিত্বে ও কবীর হোসেনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মুন্সিগঞ্জ জেলা শাখার ইসলামী যুব আন্দোলনের সভাপতি গাজী রফিকুল ইসলাম বাদল। অরোও উপস্থিত ছিলেন, মো. নাসির শেখ, মো. আলআমিন বেপারী প্রমুখ।