লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
প্রকাশ : 2024-12-09 17:50:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে সোমবার সকালে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান সড়কে মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। পরে সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদাউস হিলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মিজানুর রহমান ঝিলু।