লৌহজংয়ে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি
প্রকাশ : 2023-07-30 16:33:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষনা অনুযায়ী বিএনপির জ্বালাও, পোড়াও, ভাংচুর ও অগ্নি সংযোগের বিরুদ্ধে রবিবার লৌহজং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন । উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লৌহজং কলেজ রোড হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি পুনরায় আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয় ।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, সাবেক যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, মো. রফিকুল ইসলাম মোড়ল, মো. মনির হোসেন মোড়ল, মো. আবুল কালাম আজাদ, মো. নুরুন্নবী , মো. মিজানুর হমান মোল্লা, মো. আবু নাসের রতন, মো. কামাল হোসেন, মো. মাসুম আহাম্মেদ পিন্টু, মো. ওমর ফারুক রাজিব, শেখ মো. শাহিন, মো. রাজু আহাম্মেদ প্রমুখ।