লৌহজংয়ে আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বােধন  

প্রকাশ : 2022-02-10 19:13:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বােধন  

লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের আটিগাঁও মল্লিক বাড়ির আঙ্গিনায়  বৃহস্পতিবার বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কতৃক আয়োজিত ও অন্বেষন সংস্থার বাস্তবায়নে ঝড়ে পরা শিশুদের নিয়ে লৌহজং আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বােধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,  আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন বেপারী, মুন্সিগঞ্জ জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর সরদার, অন্বেষন এর নির্বাহী পরিচালক মিতালী নুসরাত পারভীন, রিক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হানিফ মিয়া, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা প্রমুখ। একই সাথে  লৌহজংয়ে আউট অব-স্কুল চিলড্রেন এডুকেশনের ৭০ টি শাখার উদ্ভোধন করা হয় এবং উপস্থিত ঝড়ে পরা  শতাধিক শিক্ষার্থীর  হাতে বই তুলে দেওয়া হয়।