লৌহজংয়ে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী
প্রকাশ : 2024-12-08 17:25:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উত্তর দিঘলী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী সম্পন্ন হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুন ও জোনাল কর্মকর্তা শফিকুল ইসলাম প্রশিক্ষণ দেন।
আঙ্গুরা খাতুন জানান, লৌহজং উপজেলায় চলতি ডিসেম্বরের ১০ থেকে ২৬ তারিখ পর্যন্ত অর্থনৈতিক শুমারি চলবে। উপজেলার সকল প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ড সম্বলিত খানার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, ৩ জন আইটি সুপারভাইজার, ১৯ জন সুপারভাইজার ও ১০০ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কা/আ