লৌহজংয়ের মাওযায় বাতিঘরের মাস্ক বিতরণ
প্রকাশ : 2022-02-04 16:14:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ দুপুরে তরুনদের নিয়ে গঠিত জনকল্যাণ মুলক সংগঠন বাতিঘর লৌহজংয়ের মাওয়া হতে মাসব্যাপী করোনা ভাইরাস সচেতনতার কর্মসূচি শুরু করেছে। আজ মাওয়া মসজিদে জুম্মা,নামাজ শেষে মাস্ক বিতরন করা হয়।
মাওয়া বাজার প্রধান মসজিদের সম্মুখে মাস্ক বিতরণ করেন বাতিঘর এর সম্মানিত সদস্যবৃন্দরা। মাক্স বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করে বাতিঘরের সদস্য কায়সার আহমেদ আকাশ জানান যে, মসজিদের মুসল্লিগণ অত্যন্ত আনন্দের সাথে বাতিঘর এর উপহার গ্রহন করেছেন। মসজিদে আগত মুসল্লিগন বাতিঘরের এই উদ্যোগ কে সাধুবাদ জানান।