লো স্কোরিং ম্যাচে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল কানাডা

প্রকাশ : 2024-06-08 10:09:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লো স্কোরিং ম্যাচে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল কানাডা

 টানটান উত্তেজনা। লো স্কোরিং থ্রিলার। যাতে শেষ হাসি হাসলো কানাডা। এবারই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। প্রথম আসরেই ইতিহাস গড়লো তারা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই তাদের প্রথম জয়।এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো আয়ারল্যান্ড, দুই ম্যাচ খেলে কানাডা জয় পেলো একটিতে।

টস জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আইরিশরা। দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৭ রানেই কানাডাকে আটকে রাখেন ইয়ং-ম্যাকার্থিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩৮ রানও তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড। থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে।

ব্যাটিংয়ে নেমে বিপদে ছিল কানাডাও। ৫৩ রানে তারা হারিয়েছিল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে নিকোলাস কার্টন আর শ্রেয়াস মুভার ৬৩ বলে ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কার্টন ৩৫ বলে ৪৯ আর মুভার ৩৬ বলে করেন ৩৭ রান।

জবাবে ৫৯ রানে ৬ উইকেট হারিয়েই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। তবে সপ্তম উইকেটে জর্জ ডকরেল আর মার্ক অ্যাডায়ার ৪১ বলে ৬২ রানের জুটিতে আশা দেখান আইরিশদের।

ডানহাতি পেসার জেরেমি গর্ডনের শেষ ওভারে ১৭ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। তবে অ্যাডায়ার ২৪ বলে ৩৬ করে ফিরলে এরপর আর পেরে উঠেনি আইরিশরা। ডকরেল স্ট্রাইক পান শেষ বলে এসে। ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। গর্ডন ৪ ওভারে মাত্র ১৬ রানে আর ডিলন হেলিগার ১৮ রান খরচায় নেন দুটি করে উইকেট।