লোনাভালার ভুসিবাঁধৈ একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু

প্রকাশ : 2024-07-02 14:46:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লোনাভালার ভুসিবাঁধৈ একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু

একটানা মুষলধারে বৃষ্টির জের৷ হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ৫ জনের৷ যার মধ্যে ৪ জনই নাবালক৷ রবিবার (৩০জুন) বেলা দেড়টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের লোনাবলার ভুষি ড্যামে ৷

ভারতের মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার (৩০ জুন) সেখানেই বেড়াতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুর ১.৩০ টার সময় বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারটি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হড়কা বানে দানবীয় আকার ধারণ ওই বাঁধের স্রোত। 

দূর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একই পরিবারের ৫ জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তাঁরা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি। পরে ২ জনের লাশ উদ্ধার করা গেলেও অন্যরা এখনো নিখোঁজ।

পুণের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, ‘‘২ টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকাজ চলছে ৷ নিখোঁজরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য৷ তাঁরা পুণের সঈদ নগরের বাসিন্দা ৷’’

এখন পর্যন্ত ৪০ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ তার সঙ্গে মিলেছে ১৩ বছরের ও আট বছরের নাবালিকার দেহ ৷ এছাড়াও, ৬ বছরের একটি মেয়ে এবং ৪ বছরের একটি ছেলেও ঘটনায় নিখোঁজ ৷

সকাল থেকে এই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। যার জেরেই হঠাৎ ভয়ংকর আকার ধারন করে ওই জলপ্রপাত। সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। এই জলপ্রপাত অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। যার জেরে বার বার পর্যটকদের সতর্ক করা হয়েছে।

সা/ই