লোডশেডিং এর কারণে হিট স্টোকে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রকাশ : 2023-06-05 10:34:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লোডশেডিং এর কারণে হিট স্টোকে রাজমিস্ত্রীর মৃত্যু

কাউনিয়ায় হিট স্টোকে শনিবার রাতে জিল্লুর রহমান (৩৫) নামের এক রাজ মিস্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানাগেছে জিল্লুর রহমান সারাদিন রাজমিস্ত্রীর কাজ করে বাড়িতে ফিরেন। বিদ্যুত না থাকায় সে গরমে হাসফাস শুরু করে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের আব্দুল মান্নানের পুত্র। তার প্রতিবেশি নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।