লেবাননের দুই গ্রামে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ : 2023-10-19 11:09:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের আল মায়াদেন টিভি হামলার খবর সম্প্রচার করেছে।
বলা হয়েছে, লেবাননের কাফল শুবা ও ওদেইশেহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
এদিকে আল–জাজিরার প্রতিবেদনের খবর, গ্রাম দুটি ইসরায়েল-লেবানন সীমান্তসংলগ্ন। হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি।
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা, লেবাননের এই ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে।
এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
সান