লেখক সাংবাদিক সুভাষ সিংহ রায়ের মাতৃবিয়োগ
প্রকাশ : 2024-02-17 22:31:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা সুভাষ সিংহ রায়ের মা চঞ্চলা সিংহ রায় (৮০) মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজ বাসায় স্ট্রোক করে মারা যান চঞ্চলা সিংহ রায়। তিনি একজন সাবেক স্কুলশিক্ষক। চঞ্চলা দুই ছেলে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সুভাষ সিংহ রায় এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সাপ্তাহিক বাংলাবিচিত্রা ও দৈনিক বাংলা সময়ের প্রধান সম্পাদক। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চঞ্চলা সিংহ রায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ই