"লীলাসঙ্গিনী" - রাজু আহমেদ
প্রকাশ : 2024-03-20 12:36:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"লীলাসঙ্গিনী"
রাজু আহমেদ
তোমার গন্ধ সমীরণ স্রোতে
জলে ছায়া ভাসে চোখের সম্মুখে।
খেলেছো খেলা ঢেউয়ের সঙ্গে
সমবয়সীনি আছো তুমি আনন্দে।
ঢেউয়েতে গুঞ্জনধ্বনি, এখনো তুমি সজাগ
জেগেছে মোর আঁখি, শুনেছি সাগরের চিৎকার।
মেঘের গায়ে ঘোমটা টানিয়া এক ফালি চাঁদ
শ্যামলী নারী গো, তোমায় ডাকি আজ।
শোভিকা আমি তো আছি, শোকের যন্ত্রণায়
ফুঁপিয়ে উঠেছে কান্নার শব্দ, সন্ধ্যা বেলায়।
ভেসে যায় শিরীষ ফুল, শরীরের শিহরণ জাগায়
ঝাপসা চোখে দেখি, হ্নদয় তীব্র বেদনায়।
কবিতার শব্দগুচ্ছ বহু অসহায়
এসো গো সুন্দরী, মোর শয্যাকক্ষের নরম বিছানায়।
সান