লিমেরিক

প্রকাশ : 2022-03-14 12:33:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লিমেরিক

সুনীল শর্মাচার্য
-----------------------


দুঃখী মানুষ একলা একা নীরব বসে থাকে
মনের কোণে হাজার ব্যথা বলবে সে আর কাকে
বাঁচা-মরা গোলক ধাঁধা
আষ্টেপৃষ্ঠে সবাই বাঁধা
চলতে ফিরতে দেখছে মানুষ দুঃখ বাঁকে বাঁকে!