লালমনিরহাটে দর্শকদের মাতালেন অপু বিশ্বাস।
প্রকাশ : 2023-01-15 15:54:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লালমনিরহাটের জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। চেয়ারম্যান হওয়ায় তাকে সংবর্ধনা দিতে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে নাচেগানে দর্শকদের মাতালেন অভিনেত্রী অপু বিশ্বাস।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে খোলা মঞ্চে পারফর্ম করেন অপু বিশ্বাস। পরে একই মঞ্চে গান পরিবেশন করেন ডলি সায়ন্তনী।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ জানানো হয় অপু বিশ্বাস ও ডলি সায়ন্তনীকে। এ সময় অপু মঞ্চে উঠলেই চিৎকার আর করতালি দিয়ে তাকে স্বাগত জানান দর্শকরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আওয়ামী লীগ নেতা সুমন খান, রংপুর গ্রুপের অন্যতম পরিচালক রবিন খান ও ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের অন্য নেতারা।