লম্পট দুই ধর্ষক গ্রেফতার

প্রকাশ : 2022-02-07 21:16:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লম্পট দুই ধর্ষক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভনে দুই চাচাতো বোনকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে। 

জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম কুমার পাড়া রোস্তম আলীর মেয়ে ও তার ভাতিজির সাথে একই গ্রামের বাপিহারপাড়ার শহিদুল ইসলামের ছেলে সিহাব (২২) ও ইসমাইল হোসেন ছেলে মিন্টু (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেমের সম্পর্কের বিয়ের প্রলোভনে দুই চাচাতো বোনকে শিহাব ও মিন্টু একই গ্রামের জনৈকের বাড়িতে গত ২২ জানুয়ারী রাতে নিয়ে গিয়ে ধর্ষন করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার আনুমানিক রাত সোয়া ৮টায় আবারও তারা ওই দুই চাচাতো বোনের শয়ন ঘরে কৌশলে ঢুকে পড়ে এবং তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়া সহ টানাহেঁচড়া করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই দুই চাচাতো বোনের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে লম্পট শিহাব ও মিন্টুকে হাতেনাতে আটক করে। পরদিন রবিবার সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই লম্পটকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় ধর্ষনা মামলা দায়ের করা হয়। 

থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ওই দুই চাচাতো বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং লম্পট দুই ধর্ষককে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।