র‍্যাংকিংয়ে এগোলেন তাসকিন-মেহেদী, হাসানের বড় লাফ

প্রকাশ : 2024-12-19 15:20:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

র‍্যাংকিংয়ে এগোলেন তাসকিন-মেহেদী, হাসানের বড় লাফ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সিরিজ জয়। তৃতীয় ম্যাচে জিততে পারলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ফেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটায় দারুণ খেলে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অনেক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়ে রয়েছেন ১৯তম স্থানে।

দুই ম্যাচেই দারুণ খেলেছেন শেখ মেহেদী হাসান। বোলারদের র‍্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২৩তম স্থানে রয়েছেন মেহেদী। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন হাসান মাহমুদ। ৩৮ ধাপ উন্নতি করে হাসান রয়েছেন ৪৭ নম্বরে।

বাংলাদেশ সিরিজে ভালো করে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেইন। এছাড়া ৫ ধাপ উন্নতি করে রোস্টন চেইজ রয়েছেন ২৪তম স্থানে। আরেক ক্যারিবিয়ান ওবেদ ম্যাককয় ৭ ধাপ এগিয়ে রয়েছেন ৭০ নম্বরে।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশিরা খুব একটা উন্নতি করতে পারেননি। তবে এগিয়েছেন ক্যারিবিয়ানরা। ১০ ধাপ এগিয়ে ২২তম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল। ৬ ধাপ এগিয়ে জনসন চার্লস রয়েছেন ১৯তম স্থানে। শীর্ষস্থানটা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ বাংলাদেশ সময় আগামী ২০ ডিসেম্বর, ভোর ৬টায়।


কা/আ