রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করছে ইউক্রেন

প্রকাশ : 2022-10-11 10:34:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করছে ইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিদ্যুৎ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেন। সোমবার বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এই সিদ্ধান্তের তথ্য জানাল কিয়েভ।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, থার্মাল জেনারেশন এবং বৈদ্যুতিক সাবস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নিজেদের বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল করতে ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করা হচ্ছে।

সোমবার রাশিয়া সমগ্র ইউক্রেনে অন্তত ৮৪টি ক্ষেপণাস্ত্র হামলা করে। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ। এই হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। পুতিন সর্বশেষ হামলাকে ব্রিজে বিস্ফোরণের ‘প্রতিশোধ’ বলে জানিয়েছেন। সূত্র: আল আরাবিয়া