রুদ্র অয়ন'র কবিতা 'আমাদের বাংলাদেশ'
প্রকাশ : 2022-09-28 13:48:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ
মুসলিম ও খৃষ্টান,
সবার আগে বাঙালি আমরা
যেন একদেহ- প্রাণ।
সিরাজ, ঈসা খাঁ, ক্ষুদিরাম
তিতুমীরদের কথা,
রফিক,শফিক,জাহাঙ্গীরদের
রয়েছে বীরত্ব গাঁথা।
বিশ্বকবি, নজরুল, মাইকেল
শরৎ ও সুকুমার,
লালন, হাসনের তুলনা নেই
আমাদের বাংলার।
যাঁর বজ্রকণ্ঠে ওঠলো কেঁপে
দুষ্টু - শত্রু অসুর,
তিনি স্বাধীন বাংলার স্থপতি
তিনি শেখ মুজিবুর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি
হবেনা কখনো ম্লান।
ষড়যন্ত্রকারী কালপ্রিট থেকে
সতর্ক থাকতে হবে,
জননেত্রী শেখ হাসিনাতেই
দেশ নিরাপদ রবে।