রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে রাশিয়া- যুক্তরাষ্ট্র

প্রকাশ : 2024-05-02 10:53:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে রাশিয়া- যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে রাশিয়া বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১ মে) দেশটি অভিযোগ করে, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করেছে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনে এটিকে ‘যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে’ ব্যবহার করেছে দেশটি, যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই জাতীয় রাসায়নিকের ব্যবহার একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সম্ভবত ইউক্রেনীয় বাহিনীকে সুরক্ষিত অবস্থান থেকে সরিয়ে দেওয়ার এবং যুদ্ধক্ষেত্রে কৌশলগত লাভ অর্জনের জন্য রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে।’

এ বিষয়ে ওয়াশিংটনে রুশ দূতাবাসকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

হেগ-ভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) ক্লোরোপিক্রিনকে একটি নিষিদ্ধ শ্বাসরোধকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে এই গ্যাস প্রথম ব্যবহার করেছিল জার্মানি।

চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এই গ্যাস ব্যবহার করার অবৈধ পদক্ষেপ বাড়িয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। কেননা, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে সবচেয়ে বড় অগ্রগতি করেছে।

 

সান