রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে: জেলেনস্কি

প্রকাশ : 2022-03-17 10:34:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে: জেলেনস্কি

প্রাত্যহিক রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পৃথিবীকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিতেই হবে যে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনের জন্য আরও অস্ত্র সরবরাহ এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নের তাগিদ দেন জেলেনস্কি।

রাশিয়ার সঙ্গে যেকোনও আলোচনা সফল হওয়ার পূর্বশর্ত হিসেবে নিজ দেশের ‘সত্যিকার সুরক্ষার’ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় নেতা বলেন, ‘আলোচনায় আমার অগ্রাধিকার খুবই স্পষ্ট: যুদ্ধ বন্ধ করুন, নিরাপত্তার নিশ্চয়তা দিন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুনর্বহাল, আমার দেশের জন্য সত্যিকার নিশ্চয়তা, আমাদের দেশের জন্য সত্যিকার সুরক্ষা।’